আগামী বছর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল ও প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (২২ জুন) টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘রাজশাহীতে প্রথম শ্রেণির খেলা হয়। আমার যেটা করবো রাজশাহী রিজিউনের মধ্যে প্রিমিয়াল লিগ চালু করবো। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরো বাড়াবো। ট্রেনিং, কোচিং ও আম্পায়ারিং প্রোগ্রাম বাড়াবো। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা এখানে বয়সভিত্তিক খেলা আমার দু’দিনের জন্য চেষ্টা করব।’তিনি আরও বলেন, ‘রাজশাহীর স্টেডিয়ামে যে গ্রাউন্ড ফিল্ড আছে এমন গ্রাউন্ড ফিল্ড আনেক দেশেরই নেই। এত সুন্দর উইকেট নেই। দেশব্যাপী যদি আমরা এমন ফ্যাসিলিটি তৈরি করাতে পারি তাহলে অটোমেটিক্যালি ক্রিকেটার বের হয়ে আসবে।’এসময় গ্রাউন্ড ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘রাজশাহীতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর আর কোন বড় খেলা সেভাবে হয়নি। আমরা খেলাটাকে ঢাকার বাহিরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। বিভিন্ন জায়গায় না ছড়ালে দর্শকদের যে উৎসাহ বা খেলোয়াড়দের যে উৎসাহ সেটি বর্ধিত করা যাবে না।’তিনি আরও বলেন, ‘এই মাঠে অন্তর্জাতিক ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যপারে আমার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমরা প্রস্তবনা দিয়েছি। আগামী বছর এর চেয়ে বড় আন্তর্জাতিক বা বিপিএলের খেলা আমার দেখতে পাব।’আরডি
Source: সময়ের কন্ঠস্বর