জয়পুরহাটের কালাই উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।গ্রেপ্তারকৃত মেহেদী হাসান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।রবিবার (১৫ জুন) দুপুর ২টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওহাব।এ বিষয়ে তিনি বলেন, মূল আসামি মেহেদী হাসান ওরফে চিকন আলীর নেতৃত্বে ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামে কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা টয়লেটের ছাদ ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, চারটি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। আর এ ঘটনার পরদিন-ই কালাই থানায় একটি মামলা রুজু হলে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তদন্তে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত সকল মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আসাদুজ্জামান (আসাদ), কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন প্রমুখ।এসসে/এনএস/এইচএ
Source: সময়ের কন্ঠস্বর