মুন্সীগঞ্জের শ্রীনগরে সামিয়া আহমেদ ঔশী (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২১ জুন) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা গ্রামে শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।সামিয়া আহমেদ ঔশীর স্বামী সুমন খান একজন সৌদি প্রবাসী। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। সামিয়া তাঁর শ্বশুরবাড়িতে শাশুড়ি ও জায়ের সঙ্গে থাকতেন।শনিবার বেলা সোয়া ১১টার দিকে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন সামিয়া। পরে ঘরের দরজা বন্ধ দেখে তাঁর জা ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন ডেকে দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর শ্রীনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানান, সামিয়া দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়ে থাকার আগ্রহ প্রকাশ করছিলেন। তবে তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হয়, সন্তান হওয়ার পর বিদেশে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ নিয়ে স্বামীর সঙ্গে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে পড়ে সামিয়া আত্মহত্যা করেছেন।শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর