বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩ শ আসনে নয়, প্রয়োজন হলে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি। এতে বিন্দু পরিমান বিএনপির কষ্ট হবে না। শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া এলাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এই দলের জন্য অসংখ্যক নেতাকর্মী জীবন দিয়েছে। বছরের পর বছর এলাকাছাড়া। কেউ আবার কারাবরণ করেছে। কেউ কেউ চাকুরিছাড়া হয়েছে, কিন্তু তারা কেউই এই দলকে ছাড়ে নাই। দলকে ভালবেসে ১৭ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, যারা মানুষের কল্যানে কাজ করবে, তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে কেন্দ্রীয় বিএনপি।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুুন আক্তারসহ অনেকেই।এনআই
Source: সময়ের কন্ঠস্বর