বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়লেন অনন্য কীর্তি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এর মধ্য দিয়ে এক টেস্টে দুইবার সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এমন কীর্তি গড়লেন তিনি।এর আগে ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষেও এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ ও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৪ রান।বাংলাদেশের হয়ে এর আগে একমাত্র মুমিনুল হক এক টেস্টের দুই ইনিংসে শতক করার কীর্তি গড়েছিলেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুমিনুল করেছিলেন ১৭৬ ও ১০৫ রান।গলে চলমান টেস্টে শান্ত প্রথম ইনিংসে করেন ১৪৮ রান। দ্বিতীয় ইনিংসেও দারুণ ব্যাটিং করে সেঞ্চুরি স্পর্শ করেন এবং অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন, যা তার দায়িত্বশীল নেতৃত্বের দৃষ্টান্ত।এই জোড়া সেঞ্চুরির মাধ্যমে শান্ত প্রবেশ করলেন টেস্ট ইতিহাসের এক বিশেষ ক্লাবে। অধিনায়ক হিসেবে এক টেস্টে দুই ইনিংসে শতক করা ব্যাটারদের তালিকায় তিনি ১৬তম।উপমহাদেশের প্রেক্ষাপটে এমন কীর্তি করেছেন মাত্র পাঁচজন অধিনায়ক—ধনঞ্জয়া ডি সিলভা, সুনীল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি ও মিসবাহ উল হক। এবার তাদের পাশে নাম লেখালেন শান্ত।টেস্ট ইতিহাসে একাধিকবার দুই ইনিংসে শতক করার বিরল কীর্তি আছে মাত্র কয়েকজনের। তিনবার করে এমন সাফল্য এসেছে রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার ও সুনীল গাভাস্কারের ব্যাটে।দুইবার করে এমন কীর্তি গড়েছেন হার্বার্ট সাটক্লিফ, কুমার সাঙ্গাকারা, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, রাহুল দ্রাবিড় ও ম্যাথু হেইডেন। এই সম্মানজনক তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর নাম।আরডি
Source: সময়ের কন্ঠস্বর