দীর্ঘ প্রায় ৩ মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও ভুটান থেকে পাথর আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) পরীক্ষামূলকভাবে প্রথম দিনে ভুটান থেকে ৪টি পাথরবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। যা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারত ও ভুটানের মধ্যে চলমান স্লট বুকিং সংক্রান্ত জটিলতার কারণে এই দীর্ঘ বিরতি সৃষ্টি হয়েছিল। এর আগে ২০২৪ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারত থেকেও পাথর আমদানি বন্ধ ছিল। চলতি বছরের ২ জানুয়ারি ভুটান থেকে পাথর আসলেও, স্লট বুকিং নিয়ে ভারতের ফুলবাড়ি বন্দরে ট্রাক মালিক ও শ্রমিকদের আন্দোলনের ফলে আবারও আমদানি বন্ধ হয়ে যায়।তবে দীর্ঘ আড়াই মাস পর ভুটান ও ভারতের মধ্যে সমস্যার সমাধান হওয়ায় নতুন ব্যবস্থার আওতায় পাথর রপ্তানি পুনরায় চালু হয়েছে। প্রথম দফায় পরীক্ষামূলকভাবে চারটি ট্রাক বাংলাবান্ধা বন্দরে প্রবেশ করেছে। তবে এই ট্রাকগুলো টন হিসাবে ফি দিয়ে এসেছে, নাকি ট্রাক হিসাব করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত ও ভুটানের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের পর আজ প্রথমবারের মতো ভুটান থেকে পাথর আসা শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে ঈদের ছুটির পর থেকে নিয়মিত আমদানি কার্যক্রম চালু থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় বাংলাবান্ধা বন্দরে হাজারো শ্রমিক ও ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছিলেন। পাথর আমদানি পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্টরা নতুন করে আশার আলো দেখছেন।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর