ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা চরপাড়া ও সন্ধ্যায় তারাকান্দার কোধালধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাদী বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। হতাহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’এর আগে, সন্ধ্যার দিকে তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আর গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়েছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে অতিরিক্ত গতি এবং অবৈধভাবে সিএনজির চলাচল এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান জানান, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট উপজেলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দার কোদালধর বাজার এলাকায় এলে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নিহত এবং হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে ৩ দিন সাধারণ ছুটি
আজ থেকে ৩ দিন সাধারণ ছুটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলন’কে ঘিরে সহিংসতার কারণে আবারো ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

নড়াইলে এক যুবক কুপিয়ে হত্যা 
নড়াইলে এক যুবক কুপিয়ে হত্যা 

নড়াইল সদর পৌরসভার বরাশুলা এলাকায় মাজেদ আলী খান ওরফে মাজে খান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ১৬টি স্বর্ণের বারসহ আটক ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ১৬টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৩ কেজি ৬ গ্রাম স্বর্ণসহ আফসার আলী নামে একজনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন