ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই রাষ্ট্রপ্রধানের মতে, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।নিকোলাস মাদুরো ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে ইরানের পালটা মারাত্মক হামলার ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা ইরানের এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক শক্তি আশা করেনি।তিনি বলেন, বিশ্ব এখন জানে ইরান অপরাধী ইসরাইলি শাসনব্যবস্থার বিরুদ্ধে সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।এছাড়াও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইসরাইলের হামলায় ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হত্যার বিষয়ে শোক প্রকাশ করেন এবং অপরাধী ইহুদিবাদী শাসনব্যবস্থার কর্মকর্তাদের উচ্চারিত বাজে শব্দগুচ্ছ প্রত্যাখ্যান করেন।তিনি আরও বলেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা ইরানের বিরুদ্ধে লড়াই করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সন্ত্রাসী হামলা চালানো এবং জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার হুমকি দেওয়া ছাড়া তাদের আর কোনো কিছুই করার নেই। আর এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর