চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এপর্যন্ত ৩৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সর্বশেষ গতকাল ১৯ জুন মারা গেছেন গাজীপুরের গাছার মো. আফজাল হোসাইন (৬৮)। মৃত হজযাত্রীদের মধ্যে ২৭ জনপুরুষ ও ৯ জন নারী। এর মধ্যে ২৩ জন পবিত্র মক্কায়, ১১ জন পবিত্র মদিনায়, একজন আরাফায় এবং একজন জেদ্দায় মৃত্যু বরন করেন।শুক্রবার (২০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বরাত জানা যায়,সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোটহজযাত্রীর সংখ্যা ২৭০ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ২৫ জন।উল্লেখ্য, চলতি বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করেছেন। তাদের মধ্যেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি সংস্থার মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন সৌদি আরবে হজ পালন করতে এসেছিলেন।এইচএ
Source: সময়ের কন্ঠস্বর