ডিএমপির মিরপুর বিভাগের পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাঠানো ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে ময়লার স্তূপ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশি শটগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও শটগানের ৩১০টি সিসা গুলি।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুধবার রাতে ডিবি ওয়ারী বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে কালশী স্টিল ব্রিজের নিচে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। পরে রাত পৌনে ১২টার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর