চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮) নামের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সকলের বাড়ি উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।জানাগেছে, রেলরাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে।নিহতদের প্রতিবেশি সুজন জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে শুনতে পাই উল্টো পথে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো ট্রেন এমন সময় লাইন পার হতে গিয়ে ট্রেনের বাড়ি খায় তিনজন অন্যজন রায়হান লাফ দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে তাদের গায়ে তেমন ট্রেনে কাটার চিহ্ন দেখা যায়নি। সামান্য রক্ত দেখা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত চিকিৎসক ডা এরশাদুল্লাহ জানান, তিনজন হাসপাতালে আসার পূর্বেই মারা গেছেন। তাদের গায়ে ট্রেনে কাটার গুরুতর চিহ্ন ছিলো না। স্বজনরা নিহতদের নিয়ে গেছেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর