খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮জুন) সন্ধ্যায় একটি ইজিবাইকসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।তাদের রামগড় থানাধীন রামগড় পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ড ফেনীরকূল রামগড় ইমিগ্রেশন স্কেল সংলগ্ন রামগড় টু বারৈয়ারহাট পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি মোঃ জালাল উদ্দিন (৩২), পিতা-মৃত আবুল কাশেম, সাং-উত্তর গর্জনতলী, ০৩নং ওয়ার্ড, রামগড় পৌরসভা ও খোরশেদ আলম মনা (২১), পিতা-মাদু মিয়া, সাং-তৈচালাপাড়া, ০৬নং ওয়ার্ড, রামগড় পৌরসভা, উভয়ের কাছ থেকে ১৮পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন রামগড় থানার পুলিশ।এই বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান,মাদক নির্মূলে নিয়মিত অভিযানে থানা এলাকায় মাদকসহ হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ (সংশোধনী/২০২০) এর ৩৬(১) সারণির ১০(ক) মামলা রুজু সম্পন্ন করে আসামীদের যথা নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। এনআই
Source: সময়ের কন্ঠস্বর