চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক মো. ফোরকান (২৫) ও তাঁর সহযোগী মো. হানিফ (৩২)।গ্রেপ্তারকৃত মো. ফোরকান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের মো. সোলাইমানের ছেলে এবং মো. হানিফ একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এর ১১ নম্বর গেট এলাকা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ভুক্তভোগী তরুণী। কিছুদূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন, তাঁকে ভুল পথে নেওয়া হচ্ছে। নেমে যেতে চাইলে চালক অটোরিকশা থামাননি। নির্জন এক এলাকায় গিয়ে চাকা নষ্ট হয়েছে বলে চালক গাড়ি থামান এবং পরে চালক ও তাঁর সহযোগী মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।জীবন বাঁচাতে ওই তরুণী চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এতে তাঁর নাক-মুখ থেঁতলে যায় এবং একটি দাঁত পড়ে যায়। এরপর তিনি কাছাকাছি একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে সন্ধ্যায় আনোয়ারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সময়ের  কণ্ঠস্বর-কে বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা
অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত বাবাকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন