টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত জব্বার হত্যা মামলায় নারীসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে নাগরপুর থানা পুলিশ এদেরকে গ্রেফতার করে। এ নিয়ে জব্বার হত্যা মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪ জন।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম তার (ওসি) নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, জব্বার হত্যা কাণ্ডে এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থেকে এজাহারভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছেন- নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান, আকলিমা আক্তার ও মোছা. রাবেয়া বেগম। এ হত্যা মামলার মূল আসামি বাদশা মিয়াকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।উল্লেখ্য, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের আ. জব্বারের সাথে বাদশা মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৮ মে প্রতিপক্ষের হামলায় খুন হন জব্বার মিয়া। এ ঘটনায় পুত্রবধু পলি আক্তার বাদী হয়ে পরদিন ১৯ মে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ এ হত্যা মামলার অন্যতম আসামি মো. বেল্লাল হোসেনকে গ্রেফতার করে।
Source: সময়ের কন্ঠস্বর