শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত হলো ইফতার অনুষ্ঠান একি ছাদের নিচে ইফতার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ।শুক্রবার (২১ মার্চ) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ড. মহবুবুজ্জামান একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় শেকৃবি সাংবাদিক সমিতি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার মোঃ আবুল বাশার, প্রক্টর ড. মোঃ আরফান আলী।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির শাখা সভাপতি আহমেদুল কবির তাপস ও সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির, ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির শাখা সভাপতি আবুল হাসান ও সেক্রেটারি মেহেদী নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক আসাদুল্লাহ নাঈম ও সদস্য সচিব আল রাকিব। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি সিরাজুদ্দৌলা আরাফাত এবং সাধারণ সম্পাদক ফরহাদ আলম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, ছাত্রদলের সভাপতি, ছাত্রশিবিরের সভাপতি এবং সাবেক শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি বক্তৃতা দেন।বক্তারা সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি তাদের দোষগুন তুলে ধরার আহ্বান জানান এবং জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর