নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।সিএনএন সূত্রে জানা গেছে, এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জনসাধারণকে সুরক্ষিত স্থানে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দিয়েছে।সেনাবাহিনী জানিয়েছে, স্পষ্ট নির্দেশনা পেলেই কেবল নাগরিকরা সুরক্ষিত স্থান ত্যাগ করতে পারবেন।এর আগে বুধবার সন্ধ্যার পর ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরান অঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসও ওই হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, তেহরানের উত্তর এবং পূর্ব শহরতলিতে বেশ কয়েকটি প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে।হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।এফএস
Source: সময়ের কন্ঠস্বর