নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভুক্তিকরণ) প্রকল্পের সহযোগিতায় বরিশালে নাগরিকতা বিষয় নিয়ে স্থানীয় মিডিয়া অ্যাসোসিয়েশনের সাথে জোট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ জুন) বিকেলে বরিশাল নগরীর নাজির মহল্লার চন্দ্রদ্বীপ সোসাইটির কার্যালয়ে নাগরিকতা নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রজেক্ট ম্যানেজার আবু সুপিয়ানসহ বরিশালের সংবাদকর্মী ও নারী-পুরুষরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী নারী-পুরুষরা মুক্ত আলোচনা করেন। এ সময় নারীদের বিভিন্ন সমস্যার বিষয়ে সমাধানের জন্য মতামত নেওয়া হয়। এনআই
Source: সময়ের কন্ঠস্বর