মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আগলামন উল্টে নাহিদ হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও চালকসহ দুজন আহত হয়েছে।বুধবার (১৮ জুন) বিকাল ৩ টায় গাংনী-সাহারবাটি সড়কের ইবাদত খানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন রায়পুর ইউনিয়নের এলাঙ্গি গ্রামের বাবলু মিয়ার ছেলে। আহতরা হলেন এই গ্রামের আগলামন চালক সামিউল্লাহ ও আজমাইন।নিহত নাহিদ হোসেনের বন্ধু আজমাইন জানায়, তারা তিনজন সাহারবাটি গ্রামে মাছ রাখার ড্রাম ও অক্সিজেন নিতে গিয়েছিলেন। ফেরার পথে আগলামন উল্টে তারা আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।গাংনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাসমেরি খাইরুন নাহার জানান, নাহিদকে হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম
Source: সময়ের কন্ঠস্বর