“নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ” এই শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজার সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় পুরাতন ও ঝুঁকিপূর্ণ একটি কালভার্ট নিয়ে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও দুর্ভোগের চিত্র গণমাধ্যমে উঠে আসায় এলজিইডি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং সংস্কার কাজ শুরু করে। উল্লেখ্য, কালভার্টটি উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থিত। এটি দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগী চলাচল করে থাকেন। বিকল্প কোনো সহজ রাস্তা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই এই ভাঙা কালভার্ট দিয়ে যাতায়াত করছিলেন সবাই। সংবাদ প্রকাশের পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রকৌশল দপ্তর এবং জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু হয়।এলাকাবাসীর অনেকেই জানান, সংবাদ প্রকাশের পর দ্রুত কাজ শুরু হওয়ায় তারা সন্তুষ্ট। স্থানীয় বাসিন্দা মীর টুটুল বলেন, ‘অনেক দিন পর দেখলাম সত্যিকার অর্থে একটি সংবাদের প্রভাব কতটা হতে পারে। এখন অন্তত মনে হচ্ছে কেউ আমাদের কষ্ট দেখছে।’তারা আশা করছেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ চলাচলের অবসান ঘটবে।উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ তোরাপ আলী সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি সরাসরি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটির মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র উঠে আসে। এরপর আমি (ইউএনও) মহোদয়ের সাথে আলাপ করে দ্রুত পদক্ষেপ নেই এবং ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তোলার কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে একটি নতুন কালভার্ট নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৬ ফুটবলারের দখলে এক গোল্ডেন বুট
৬ ফুটবলারের দখলে এক গোল্ডেন বুট

গোল্ডেন বুট পেয়েছেন সর্বোচ্চ ৩ গোল করে দেওয়া ৬ ফুটবলার!

ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য
ত্রিশালে মিলছে না বোরো ধানের ন্যায্য মূল্য

ময়মনসিংহের ত্রিশালে চলতি বোরো মৌসুমে বোরো ধান কাটার ধুম লেগেছে। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন