ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (১৮ জুন) দুপুর ১টার দিকে হোয়াইট হাউসের কেবিনেট রুমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুসারে, বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিৃবতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।হোয়াইট হাউস সূত্রে জানা যায়, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে— সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প।এছাড়া যদি ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো সুবিধা না পায়— সেই বার্তায় আসিম মুনিকে দিতে চায় ট্রাম্প প্রশাসন।দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের কয়েকটি এলাকায় ইরানের সঙ্গে স্থল সীমান্ত আছে পাকিস্তানের। এসব সীমান্তের মধ্যে গাওদার জেলার গাব্দ-রিমদান এবং চাঘি জেলার তাফতান সীমান্ত ক্রসিং সবচেয়ে পরিচিত এবং ব্যবহৃত।তবে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সঙ্গে নিজেদের সব সীমান্ত বন্ধ রেখেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলে হামলা শুরুর পরদিন ১৪ জুন এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি।এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর