সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ফখরুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ রয়েছে।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু (দৈনিক যুগান্তর/যমুনা টেলিভিশন), সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ (দৈনিক কর্ণফুলী), এম সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল), সৌমিত্র চক্রবর্তী (দৈনিক কালের কন্ঠ), সহ-সভাপতি মোঃ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল (দৈনিক আজকের পত্রিকা) প্রমুখ। এনআই
Source: সময়ের কন্ঠস্বর