ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ টাকা চাঁদার দাবি নিয়ে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নুরাবাদ ইউনিয়নের কৃষকদলের সাধারণ সম্পাদক নুরে আলমের বিরুদ্ধে। এতেই থেমে থাকেননি ওই কৃষকদল নেতা।মঙ্গলবার (১৭ জুন) সকালে ওই ব্যবসায়ীকে অবরুদ্ধ করে তার দাবীকৃত ১ লাখ টাকা দাবি করেন। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করলে তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে দুলারহাট থানা পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে চর তোফাজ্জল গ্রামের নাইবের মসজিদ সংলগ্ন চৌরাস্তায় এ ঘটনা ঘটে।এ ঘটনার পর তিনি বিকালে বাদী হয়ে কৃষকদল নেতা নুরে আলম ও তার ভাই মো. কালুসহ দুইজনকে আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।বৃদ্ধ ব্যবসায়ী শাহে আলম তালুকদার জানান, কৃষকদল নেতা নুরে আলম ২০১৫ সালে তার বসতবাড়ির সামনে সড়কের ঢাল দখল করেন। ওই সময় স্থানীয় গণ্যমান্যদের সমঝোতায় স্টাম্পে লিখিত করে তাকে ৩০ হাজার টাকা দিয়ে দোকান ভিটে থেকে উচ্ছেদ করা হয়। এর পরে তিনি পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে ফের তার আরও একটি দোকান ঘর দাবি করেন। ওই দোকান ভিটে তার মালিকানা দাবি করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। পরে তিনি নিরুপায় হয়ে উপজেলা বিএনপির এক নেতার দ্বারস্থ হলে ওই নেতার মধ্যস্থতায় তাকে প্রথম দফায় ৬০ হাজার টাকা ও দ্বিতীয় দফায় ৮৫ হাজার টাকা দিয়ে ফের ওই দোকান ঘরের দখল পজেশন নিয়ে তিনি আধাপাক দোকান ঘর নির্মাণ করে ভোগদখলে আছেন।তিনি আরও জানান, এতেই থেমে যাননি ওই কৃষকদল নেতা। তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়েও ফের তার নিজ মালিকানা একটি দোকান ঘর কৃষকদল নেতার মালিকানা দাবি করে তালা ঝুলিয়ে দেন এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি স্থানীয় দুলারহাট থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি।পরে কৃষকদল নেতা নুরে আলম তার দাবীকৃত টাকার জন্য তাকে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। গতকাল মঙ্গলবার তিনি নিজ বাড়ি থেকে স্থানীয় দুলারহাট বাজারে যাওয়ার পথে কৃষকদল নেতা নুরে আলমসহ তার দলবলরা তার পথরোধ করে তাকে অবরুদ্ধ করে তাদের দাবীকৃত ১ লাখ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর ফুলাজখম করে অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে দুলারহাট থানা পুলিশ তাকে কৃষকদল নেতার বন্দিশালা থেকে মুক্ত করেন। এ ঘটনায় তিনি দুলারহাট থানায় ওই কৃষকদল নেতাসহ দুইজনকে আসামি করে বিপাকে পড়েছেন। কৃষকদল নেতার অব্যাহত হুমকি ধামকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি ও তার পরিবারের সদস্যরা।অভিযুক্ত কৃষকদল সাধারণ সম্পাদক নুরে আলম জানান, পূর্বে আমি তার কাছ থেকে ৬০ হাজার টাকা ঘর ভিটে বিক্রি বাবদ দেয়ার কথা থাকলেও ওই টাকা আমি সঠিকভাবে পাইনি। আমি পাওনা টাকা দাবি করছি। চাঁদা দাবি ও মারধরের বিষয় সঠিক নয়।দুলারহাট থানা কৃষক দলের সভাপতি মো. মনির বেপারী জানান, সম্প্রতি একটি দোকান ঘরের নিয়ে বিপত্তি শুরু হলে আমি নুরে আলমের পক্ষ থেকে ৬০ হাজার টাকা আদায় করে সমঝোতা করে দিয়েছি। আরও জমি আছে, ওই জমিগুলো আওয়ামী লীগের সময় নুরে আলমের কাছ থেকে চেয়ারম্যান আলমগীর হওলাদার জোর করে স্টাম্পে লিখে নিয়েছেন। সেই দোকান ভিটের টাকাই নুরে আলম দাবি করছেন।দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান Read more

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত Read more

চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ
চট্টগ্রামে ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য মাদ্রাসা বন্ধ

ত্রিবার্ষিক নির্বাচন করছে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি। এ জন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান–কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকে ভোটকেন্দ্র হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন