দিনাজপুরের বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে তিন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিরামপুর পৌরশহরের দোয়েল মোড় মেসার্স বিরামপুর মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা, সাজু ড্রাগস মেসার্স লাইবা ফার্মেসীকে ৭ হাজার টাকা এবং কলা বাগান হাসপাতাল মোড় মেসার্স ডাঃ এন্ড সন্স মেডিসিন হাউসকে ৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করেন।এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের দিনাজপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম, জেলা ঔষধ প্রশাসনের উচ্চমান সহকারী কাজী সাইফুল ইসলাম। এছাড়াও অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বিরামপুর থানা পুলিশের সদস্যগণ।এনআই
Source: সময়ের কন্ঠস্বর