কক্সবাজার টেকনাফে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ৪টি অস্ত্র ও গুলিসহ অপহরণে জড়িত ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে।উক্ত অভিযানে ধৃতদের হাতে জিম্মি থাকা অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।ধৃত তিন ডাকাত হচ্ছে, টেকনাফ হোয়াইক্যং ২নং ওয়ার্ড অন্তর্গত বালুখালী এলাকার বাসিন্দা মৃত্য আবুল কাসেমর পুত্র শীর্ষ ডাকাত মো. হেলাল উদ্দিন (৪৬), একই ওয়ার্ডের বাসিন্দা নাজির হোসেনের পুত্র আলতাস (৪৫), ইকরামের পুত্র মো. মুজিব (৪২)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক,মানব,অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।আর উদ্ধারকৃত ভিকটিম হচ্ছে, নরসিংদী জেলার চন্দনবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আরমান মিয়ার পুত্র আরেফুল ইসলাম শুভ (২৫)।৮ মার্চ (শনিবার) দুপুরের দিকে সময়ের কন্ঠস্বরকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, টৈকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ড বালুখালী নামক এলাকায় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা মিলে একটি যৌথ অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র কারবারে জড়িত চিহ্নিত ডাকাত হেলাল উদ্দিন ও তার দুই সহযোগীকে আটক করা হয়।পরবর্তীতে অভিযানিক দল ডাকাত হেলাল উদ্দিনের বসত বাড়িতে মুক্তিপণ আদায় করার জন্য জিম্মি করে রাখা নরসিংদীর জেলার চন্দনবাড়ি ইউনিয়নের বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়।আটক তিন ডাকাতের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।এদিকে টেকনাফে দায়িত্বরত নৌবাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে আরও জানা যায়, অপহরণের শিকার হওয়া ভিকটিম গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মুজিব নামে এক ব্যক্তির নিকট আসে। এরপর মুজিব তাকে কাজ না দিয়ে অপহরণে জড়িত অস্ত্রধারী ডাকাত হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় জিম্মি করে রাখে। এরপর অপহৃত ভিকটিমের পরিবারের নিকট দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।অবশেষে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করার জন্য পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে। অবশেষে হেলাল উদ্দিনসহ তিন ডাকাতকে আটক করা হয়। এরপর ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, অভিযানিক দলের সদস্যরা ডাকাত হেলাল উদ্দিন বাড়ি ও তার আস্তানায় তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা দেশীয় তৈরি ৪ টি অস্ত্র, ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।আটক তিন ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য উদ্ধারকৃত অস্ত্র, গুলিসহ টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান উক্ত উপজেলায় দায়িত্বরত নৌবাহিনীর কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‌‘এমপি আনারের দেহাংশ’ উদ্ধার নিয়ে যা বললেন মেয়ে ডরিন
‌‘এমপি আনারের দেহাংশ’ উদ্ধার নিয়ে যা বললেন মেয়ে ডরিন

কলকাতার সঞ্জীবা গার্ডেরসের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে অনেকগুলো মাংসের Read more

চরফ্যাশনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ
চরফ্যাশনে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

ভোলার চরফ্যাশনে সমুদ্রগামী ৫০ জেলের মধ্যে বকনা বছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বহী Read more

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভুমিধ্বসের পর শতশত মানুষ নিখোঁজ
পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভুমিধ্বসের পর শতশত মানুষ নিখোঁজ

শুক্রবার পাপুয়া নিউগিনিতে ভূমিধ্বসের পর ধ্বংসস্তূপের নিচে ৬৭০ জন আটকে পড়েছেন বলে জাতিসংঘের তরফে আশঙ্কা করা হচ্ছিল। তবে ন্যাশনাল ডিজাস্টার Read more

ইমাম-মুয়াজ্জিনদের সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়
ইমাম-মুয়াজ্জিনদের সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম ও মুয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা দেয়া হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন