ময়মনসিংহের নান্দাইলে আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস নামে এক পুলিশ সদস্য কর্তৃক ঘুষ বাণিজ্য, জমি দখল, মিথ্যায় মামলায় জড়ানোসহ ক্রসফায়ারের হুমকি দিয়ে নিরীহ মানুষকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নান্দাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের গারুয়া গ্রামের এলাকাবাসী। পাশাপাশি পুলিশবেশী অপরাধী পিযুসের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সাবেক কাউন্সিলর লোকমান হাকিম খান,সোহেল মিয়া,আনজু সরকার, আব্দুল মতিন,নাজিম উদ্দিন, রিয়াজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। জানা গেছে,পুলিশ সদস্য আসাদুজ্জামান ভূইয়া ওরফে পিযুস গারুয়া গ্রামের মৃত আব্দুল হাকিম ভূইয়ার পুত্র। তিনি ঢাকায় মালিবাগ সিটি এসবি শাখায় কর্মরত আছেন। অভিযোগ উঠেছে পিযুসের পিতা আব্দুল হাকিম ভূইয়া একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তাই আওয়ামীলীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় তাঁর চাকুরি হয় পুলিশ বাহিনীতে। এরপর থেকে আ’লীগ সরকারের ছত্রছায়ায় পুলিশ বাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে ঘুষবাণিজ্যসহ বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছে।এমনকি নিজ এলাকায় নিরীহ ব্যক্তিদের জায়গা দখল ও মিথ্যায় মামলায় জড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। চাকুরির টাকা ফেরত চাইলে ক্রস ফায়ারে দেওয়ারও হুমকি দেয় পুলিশ সদস্য পিযুস। এমন নানাবিধ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী পুলিশবেশী অপরাধী পিযুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জলের আহ্বান জানায়। এনআই
Source: সময়ের কন্ঠস্বর