সিঙ্গাপুরে চলমান এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য বড় সাফল্য এনে দিয়েছেন রিকার্ভ বিভাগের আরচ্যার আলিফ আব্দুর রহমান। পুরুষ এককে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে উঠে দেশের জন্য একটি পদক নিশ্চিত করেছেন তিনি।আলিফ ১/১৬ রাউন্ডে চীনের এলিনকে ৬-২ সেটে হারিয়ে শুভ সূচনা করেন। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার শফিকের বিপক্ষে ৬-৪ ব্যবধানে জয় পান। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সিঙ্গাপুরের লি ইউ লংকে ৭-৩ সেট পয়েন্টে পরাজিত করেন আলিফ, যেখানে শেষ সেটে তিনি নিখুঁত ৩০ স্কোর করেন। সেমিফাইনালে চাইনিজ তাইপের চেন পি এনকে ৬-৪ সেটে হারিয়ে জায়গা করে নেন ফাইনালে। ২০ জুন ফাইনালে জাপানের একজন আরচ্যারের বিপক্ষে স্বর্ণপদকের জন্য লড়বেন তিনি।তবে একই ইভেন্টে আশানুরূপ ফল করতে পারেননি বাংলাদেশের আরেক তারকা আরচ্যার সাগর ইসলাম। যদিও এরই মধ্যে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। এদিকে কম্পাউন্ড পুরুষ এককে সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশের হিমু বাছার লড়াই করেছেন ফাইনালের এক ধাপ আগ পর্যন্ত। ভারতের কুশাল দালালের কাছে ১৪৭-১৪৩ পয়েন্টে হেরে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জায়গা করে নেন তিনি। সেখানে তার প্রতিপক্ষ হবেন চেচি শাহীন।আগামীকাল রিকার্ভ ও কম্পাউন্ড উভয় বিভাগে দলীয় ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ দল।আরডি
Source: সময়ের কন্ঠস্বর