কক্সবাজারের টেকনাফে সড়কে সেন্টমার্টিন নামে যাত্রীবাহী একটি বাস গতিরোধ করে এক পরিবহন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে গেছে অপহরণ চক্রের সাথে জড়িত সন্ত্রাসীরা। এরপর অপরাধীরা অপহৃত পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ঘটে যাওয়া ঘটনার সত্যতা গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, সোমবার (১৬ জুন) সন্ধ্যার দিকে কক্সবাজার টু টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার অন্তর্গত একদল স্বশস্ত্র সন্ত্রাসী বাস থামিয়ে এই পরিবহন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। অপহৃত যুবক হচ্ছে হ্নীলা ইউনিয়ন দমদমিয়া এলাকার বাসিন্দা সালমান খান (২৭)। সে দীর্ঘ দিন ধরে সেন্টমার্টিন পরিবহনে টিকেট কাউন্টারে দায়িত্ব পালন করে আসছেন। চেয়ারম্যান মোহাম্মদ আলী আরো জানান, টেকনাফ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহণ বাসটি আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে, বাসটিকে গতিরোধ করে উক্ত পরিবহন সেক্টরের কাউন্টারে কর্মরত শ্রমিক সালমানকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ধরে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর তার পিতাকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে তাকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে অপহরণ চক্রের সদস্যরা। বিষয়টি অবহিত করার জন্য ভুক্তভোগী পরিবারের সদস্যদের টেকনাফ থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানায় কর্মরত ওসি তদন্ত হিমেল রায় জানান, এব্যাপারে এখনো কোনো অভিযোগ পায়নি। তারপরও ঘটে যাওয়া ঘটনার বিষয়টি আমলে এনে অপহৃত যুবককে উদ্ধার করার জন্য পুলিশ সদস্যদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য, অনুসন্ধান বলছে গত ১৮ মাসে উখিয়া-টেকনাফ দুই উপজেলার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে ২৫৩ জন ভুক্তভোগী অপহরণের শিকার হয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের Read more

টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ
টাঙ্গাইলে টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন