শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) গলে যদিও বৃষ্টির কারণে হতে বিলম্ব হওয়ার সম্ভাবনা জাগে। তবে শেষ পর্যন্ত সময় মতোই হয়েছে টস। যেখানে ভাগ্য এসেছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পক্ষে। এই ম্যাচে বাংলাদেশ একাদশ সাজিয়েছে ২ স্পিনার ও ২ পেসার নিয়ে। তবে অসুস্থতাজনিত কারণে দলে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একনজরে দুই দলের একাদশ:শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, নাঈম হাসান।আরডি
Source: সময়ের কন্ঠস্বর