মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র সেন পারনেল বলেছেন, ইরানে চালানো ইসরায়েলের বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জড়িত থাকার বিষয়টি সত্য নয়। খবর আল-জাজিরারাজনৈতিক বিশ্লেষক ও ওয়ার্ল্ড ইন্ডিপেনডেন্ট নিউজের সিইও হিসেবে দাবি করা ডমিনিক মাইকেল ত্রিপির এক্স পোস্টের জবাবে পারনেল এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ত্রিপি তার পোস্টে ইসরায়েলি চ্যানেল ১৪ এর উদ্ধৃতি দিয়ে ইরানের হামলায় মার্কিন বিমান জড়িত থাকার বিষয়টি জানায়। ইসরায়েলি এই চ্যানেলটি অতি জাতীয়তাবাদের জন্য ব্যাপক পরিচিত। যদিও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা চ্যানেল ১৪ এর ওয়েবসাইটে ইরানে চালানো হামলায় মার্কিন যুদ্ধবিমানের কোনো সংশ্লিষ্টতার তথ্য খুঁজে পায়নি।পরবর্তীতে ত্রিপি কোনো ব্যাখ্যা ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে তার পোস্ট ডিলিট করে দেন। ট্রাম্প প্রশাসনের মুখপাত্র অ্যালেক্স ফাইফারও ত্রিপির পোস্টকে অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। এবি
Source: সময়ের কন্ঠস্বর