ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের পাশে ককটেলসদৃশ বস্তু দেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করে। পরে শাহবাগ থানা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট তা উদ্ধার করে।প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, মেডিক্যাল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে ৪টি এবং আরেকটি স্থানে ৩টি ছিল। তারা পরীক্ষা-নিরীক্ষা দেখছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।এসকে/এইচএ
Source: সময়ের কন্ঠস্বর