ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার রাতে সর্বশেষ এসব হামলায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। খবর বিবিসির।এছাড়া এখন পর্যন্ত আহত ৮৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ বছর বয়সী এক নারীর অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। উভয় দেশের নেতারা পরস্পরের বিরুদ্ধে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইসরায়েলের বিভিন্ন স্থানে রোববার রাতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় ইরান। হাইফা, তেল আবিব এবং জেরুসালেমসহ বিভিন্ন স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্রের বহর ছুঁড়েছে তেহরান।ইসরায়েল জানিয়েছে, এসব হামলা ঠেকানাের জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। অন্যদিকে রোববারের হামলায় ইরানের ইসলামি রেভ্যুলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনীও নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য দিয়েছে। সোমবার সকালে তেল আবিবের লোকজনকে দ্রুত সুরক্ষিত এলাকায় সরে যেতে বলা হয়।তবে কিছুক্ষণ পর সাইরেন বাজানো বন্ধ করা হয়েছে। এরপর সেখানে বড় শব্দ শোনা গেছে। এরপর থেকেই অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের সাইরেন বেজেই চলেছে। আকাশে ব্যাপক কালো ধোঁয়া দেখা যাচ্ছে।ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছেন। তারা বলছে, হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় আছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালাল বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শাহজালাল বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

যশোরের শার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে (৫৫) গ্রেফতার Read more

ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া
ধোঁয়া আর বিষে ঢাকা সাতকানিয়া

চট্টগ্রামের দক্ষিণের গুরুত্বপূর্ণ উপজেলা সাতকানিয়ায় বছরের পর বছর ধরে চলছে বৈধ-অবৈধ ইটভাটার দৌরাত্ম্য। বেশিরভাগ ইটভাটা কাগজে-কলমে নিষিদ্ধ হলেও, বাস্তবে তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন