সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৫ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহমান বলেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা’ অভিযোগে গত ১৩ জুন কালিগঞ্জ থানায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে একটি মামলা (নম্বর: ৯) দায়ের করেন উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আকবর হোসেনের ছেলে মহিবুল্লাহ। মামলার এজাহারনামীয় আসামি শেখ মোজাহার হোসেন কান্টুকে গোপন সংবাদের ভিত্তিতে নাজিমগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরো বলেন, গ্রেপ্তার মোজাহার হোসেন কান্টুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর