হাঁটি হাঁটি পা পা করে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ জুন) সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সময়ের কণ্ঠস্বর সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এস এম ইকবাল হোসাইনের সঞ্চালনায় এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমীর মাওলানা মো. তাওহীদুল হক চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সত্য প্রকাশে অবিচল থেকে গণমানুষের প্রতিনিধিত্ব করছে সময়ের কণ্ঠস্বর, যার ফলে মানুষ এ প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখতে শিখেছে। আমি নিজেও সময়ের কণ্ঠস্বরের নিয়মিত পাঠক।প্রধান আলোচক হিসেবে বারবার নির্বাচিত কাউন্সিলর সামছুল আলম আযাদ বলেন, নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর এক যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যে অবস্থানে পৌঁছেছে, তা প্রশংসার দাবিদার। এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমাদ ছলু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইম চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, সাবেক সভাপতি ও সমকালের প্রতিনিধি এম সেকান্দার হুসাইন, কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ নজরুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আব্দুল আল ফারুক, ইত্তেফাক প্রতিনিধি দিদারুল ইসলাম টুটুল, প্রথম আলো প্রতিনিধি কৃষ্ণচন্দ্র দাস, দেশ রূপান্তর প্রতিনিধি শেখ সাইফুল ইসলাম রুবেল, আজকের পত্রিকা প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, দৈনিক আজাদী/যায়যায়দিন প্রতিনিধি শেখ সালাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন অনিক, দৈনিক ইনফো বাংলার সহসম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া, মানবকণ্ঠ প্রতিনিধি সাইদুল ইসলাম, ভোরের দর্পণ ও সিপ্লাস প্রতিনিধি কামরুল ইসলাম, আরটিভি প্রতিনিধি সাইফুল মাহমুদ এবং দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন রুবেল।এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর