গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন ভাটেরচর মৌজার সিএস খতিয়ান ২৮ আরএস ৯৫ নং খতিয়ানে মীরেরগাও গ্রামের মৃত আজিজ মাস্টারের ছেলে জাহাঙ্গীরের ভোগ দখলকৃত জমিতে এই ঘটনা ঘটে।শনিবার (১৪ই জুন) দিবারাতে বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে জোরপূর্বক ৪৩ শতাংশ জমিতে বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দখলকৃত জমির মালিক মৃত আজিজ মাস্টারের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে ১৫ই জুন রবিবার দুপুরে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের বাদী জাহাঙ্গীর দাবি করেন, নিজ দখলীয় পৈত্রিক জমিতে জোরপূর্বক রাতে বেড়া দিয়েছে ১১টি দাগের ক্রেতা মালিকগণ। বাদী জাহাঙ্গীর আরও জানান, নিজ নামে নামজারি ও খতিয়ান একটি দাগে দখলভুক্ত ৪৩ শতাংশ জায়গা বেড়া দিয়েছে মীরেরগাও গ্রামের শামসুদ্দিন মেম্বারের ছেলে আব্দুল হান্নান, মোহাম্মদ নাসিম, মৃত ফৈয়জ উদ্দিন মিয়ার ছেলে শরিফুল আলমসহ একাধিক এলাকার ১৩ জন ব্যক্তি।সরজমিনে জানা যায়, মীরেরগাও গ্রামের মৃত আজিজ মাস্টারের চার ছেলে ও দুই মেয়ে পৈত্রিক ওয়ারিশ সূত্রে একই দাগে মালিকানা বিদ্যমান রয়েছে। বাদী জাহাঙ্গীরের দাবি, অপর ভাইদের সাথে মৌখিক আপনামা বন্টন করে নালিশি ৪৩ শতাংশ নাল জমি নিজ নামে ভোগ দখল করে আসছেন। মৃত আজিজ মাস্টারের দুই মেয়ে, বাদী জাহাঙ্গীরের বোন হোসনেয়ারা বেগম ও মমতাজ বেগম জমি বিক্রি করেছেন।অভিযুক্ত ১৩ মালিকের মধ্যে নাসিম জানান, জোরপূর্বক দখল নয়, একই জমির পাশে আমাদের জমি আছে। বাদী জাহাঙ্গীর মিয়ার দুই বোন আমাদের নিকট জমি বিক্রি করেছেন।গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনআই
Source: সময়ের কন্ঠস্বর