চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার মেয়ে অনামিকা দেবনাথ। তিনি ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী। মোট ১৩০০ নম্বরের মধ্যে অনামিকার প্রাপ্ত নম্বর ১২৬৪।এর আগে গতকাল থেকে কুমিল্লা বোর্ডে ১২৬১ নম্বর পেয়ে প্রথম হয়েছে তাসনুভা ইসলাম তোহা, এমন একটি সংবাদ গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। খোঁজ নিয়ে জানা যায়, তোহা নয়, ১২৬৪ নম্বর পেয়ে কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী অনামিকা দেবনাথ।অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। পড়ালেখার সূত্রে ফেনী গার্লস ক্যাডেট কলেজেই থাকতেন অনামিকা।অনামিকার বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং মা বীণা দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।সোমবার (১৪ জুলাই) দুপুরে অনামিকা দেবনাথের সফলতার কথা শুনেন এই প্রতিবেদক। এসময় অনামিকা দেবনাথ বলেন, ‘সপ্তম শ্রেণী থেকে আমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে অধ্যয়নরত। আমি এবার এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়েছি। আমার এই ফলাফলের পেছনে আমি সবচেয়ে বেশি অবদান বলবো আমার শিক্ষকদের। তারা আমাকে গাইডলাইন না দিলে আমি এতদূর আসতে পারতাম না।’ভবিষ্যতে কী করবেন, এমন কথা জানতে চাইলে অনামিকা বলেন, ‘আমি বড় হয়ে নিজে কিছু করতে চাই। রিসার্চ ভিত্তিক কাজ করতে আমি পছন্দ করি। তাই নিজে উদ্যোক্তা হবো।’নিজের এই সফলতার চাবিকাঠি হিসেবে অনামিকা উল্লেখ করে বলেন, ‘আমার এই সফলতার মূল চাবিকাঠি হল নিজের প্রতি আত্মবিশ্বাস। নিয়মিত পড়ালেখা করতাম রুটিন করে। যেহেতু ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলাম, তাই সব কিছু নিয়ম অনুযায়ী চলতে হতো। সকালে পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান পড়তাম। বিকালে স্কুলের কাজগুলো শেষ করতাম। আর রাতে যে যে বিষয়গুলো সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে পড়াশোনা করতাম।’পড়াশোনার পাশাপাশি অনামিকার কবিতা আবৃত্তি করার শখ। এটা নিয়েও কাজ করার ইচ্ছা রয়েছে তার।এদিকে, নিজের মেয়ের সফলতায় খুশি অনামিকার মা বীণা দেবনাথ। এই প্রতিবেদককে বীণা দেবনাথ বলেন, ‘আমার মেয়ের এই সফলতায় আমার চেয়ে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান অনেক বেশি। কারণ ভর্তি হওয়ার পর থেকে সে ক্যাডেট কলেজেই থাকতো। আমি আমার মেয়ের এই ফলাফলে অনেক খুশি। আমি চাই আমার মেয়ে বড় হয়ে দেশ ও দশের সেবা করুক। মানুষের কল্যাণে সে কাজ করুক।’প্রসঙ্গত, এবছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাঁশখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রামের বাঁশখালীতে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে, Read more

প্রবাসী কল্যাণে প্রথম অফিস কর‌লেন আসিফ নজরুল
প্রবাসী কল্যাণে প্রথম অফিস কর‌লেন আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকা‌রের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপ‌দেষ্টার দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে আসিফ নজরুলকে। দা‌য়িত্ব পে‌য়ে সোমবার প্রথম অফিস Read more

এক সপ্তাহের মধ্যেই দেশে ফিরতে পারেন আরব আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশিরা
এক সপ্তাহের মধ্যেই দেশে ফিরতে পারেন আরব আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশিরা

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশির সবাইকে এক সপ্তাহের মধ্যে মুক্তি দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন