বরিশাল-ঢাকা মহাসড়কের ভূরঘাটা এলাকায় রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণপাশে এ দুর্ঘটনাটি ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের ঢাকা মেট্রো ব ১২ ৩৬৭১ নম্বরের যাত্রীবাহী বাসটি ঢাকা মেট্রো ল ২১-০৯৩৮ নম্বরের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে আরোহীসহ চাপা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন।  খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। নিহত জাহিদ হাসানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বীরহামগঞ্জ এলাকার তালুকদার কান্দি গ্রামে। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়া বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পুঠিয়া বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া Read more

ইউনিয়ন ব্যাংকের এজিএম স্থগিত
ইউনিয়ন ব্যাংকের এজিএম স্থগিত

পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন