ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। আসরের সমাপ্তিতে অংশগ্রহণকারী নয়টি দলই তাদের পারফরম্যান্স অনুযায়ী পুরস্কার হিসেবে পেয়েছে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক পুরস্কার। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী দক্ষিণ আফ্রিকা পেয়েছে সর্বোচ্চ ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৬৫ লাখ টাকা। অন্যদিকে রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার—বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৬ কোটিরও বেশি।তৃতীয় স্থান পাওয়া ভারতের ঝুলিতে গেছে ১৪ লাখ ৪০ হাজার ডলার, যার আনুমানিক মূল্য ১৭ কোটি ৫০ লাখ টাকার মতো।চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড পেয়েছে ১২ লাখ ডলার, পঞ্চমে থাকা ইংল্যান্ড পেয়েছে ৯ লাখ ৬০ হাজার ডলার এবং ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পেয়েছে ৮ লাখ ৪০ হাজার ডলার।সাত নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করা বাংলাদেশ পেয়েছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ।অন্যদিকে, অষ্টম ও নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান যথাক্রমে পেয়েছে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।এদিকে, নতুন চক্র শুরু হতে যাচ্ছে শিগগিরই। আগামী ১৭ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম।আরডি
Source: সময়ের কন্ঠস্বর