দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে এতিম শিশুদের সঙ্গে আলোচনা সভা, কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এতিমখানার শিশুরা অংশ নেন। সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উপলক্ষে ব্যতিক্রম আয়োজনে উদযাপন করতে এতিমখানার শিশুদের নিয়ে কেক কাটা হয়। কেক কেটে খাবে এমন সংবাদে শিশুদের মাঝে ছিল আনন্দের বন্যা। এর আগে শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এ সময় শিশুরা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর মঙ্গল কামনায় দোয়া করেন। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘সময়ের কণ্ঠস্বর’ তার যাত্রার শুরু থেকেই পাঠকনির্ভর, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে সময়ের কণ্ঠস্বরের বিরামপুর উপজেলা প্রতিনিধি নূর ইসলাম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সাংবাদিকতা চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ এনআই
Source: সময়ের কন্ঠস্বর