খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি ও সমস্যা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তাটি খানাখন্দ তৈরির কারণে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হয় সাধারণ যানবাহন ও চলাচলকারীগন। অনেকেই বলছেন, এখানকার রাস্তাটি বেহাল অবস্থা বহুদিনের পুরনোস্থানীয় ব্যবসায়ী মির হোসেন জানান, কিছু দিন আগে এখানে গর্তে পড়ে আপন বাগিনা মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গিয়েছে, তবু সড়কটি ঠিক করা হয়নি।স্থানীয় বিএনপি নেতা মো. আলাউদ্দিন জানান, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) মাঝে মধ্যে দু-একটি ভাঙা চুরা ইট দিয়ে মেরামত করলেও কয়েকদিন পরই গর্তগুলো আবার দেখা দেয়, বিগত সরকার সব কাজে দূর্নীতি করেছে,সঠিকভাবে কোনো কাজই করেনি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তারাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, টেকসইভাবে যেন সড়কটি সংস্কার করা হয়। রামগড় ট্রাক মিনি ট্রাক চালক সমিতির সদস্য একরামুল হক জানান, সড়কের খুবই খারাপ অবস্থা,ছোট বড় মাঝারি সব ধরনের যানবাহন ও যাত্রী চলাচলে মারাত্মক ঝুঁকি ও সমস্যায় পড়তে হচ্ছে,সাধারণ মানুষজন চরম ভোগান্তি পোহাতে হয় সড়কের বেহাল অবস্থার কারণে।দ্রুত রাস্তাটি মেরামত করা না হলে দূর্ঘটনা বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। খাগড়াছড়ি বাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আবুল হোসেন জোর দাবি জানিয়েছেন।দ্রুত সড়কটি স্থায়ী মেরামতের উদ্যোগ গ্রহণ করেন সওজ। অন্যথায় হাজার হাজার পথযাত্রীর দুর্ভোগ পৌঁছাবে আরো চরমে। এইচএ
Source: সময়ের কন্ঠস্বর