একটি জাতির বিবেক হিসেবে গণমাধ্যমের পরিচয় নতুন নয়। সমাজের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, ভাবনা ও মত প্রকাশের মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। সময়ের পরিবর্তনে মানুষ যেমন বদলেছে, তেমনি বদলেছে খবরের ধরন, প্রকাশের পদ্ধতি এবং পাঠকের চাহিদা। এই ধারাবাহিক বিবর্তনের মাঝে সময়ের কণ্ঠস্বর অতিক্রম করলো এক যুগ।এক যুগের পথচলা মানেই শুধু একটি প্রতিষ্ঠানের বয়স নয়, বরং তা একটি সময়ের সাক্ষ্য, একটি দর্শনের উদযাপন এবং একটি নিরন্তর সাধনার গল্প।যেখানে মুদ্রণ সাংবাদিকতা একসময় একক আধিপত্য বিস্তার করেছিল, সেখানে সময়ের প্রয়োজনে সংবাদমাধ্যম আজ রূপ নিয়েছে ডিজিটাল, মাল্টিমিডিয়া ও ইন্টার‍্যাকটিভ রূপে। এই রূপান্তরের এক সাহসী ও সৃজনশীল অভিযাত্রী হিসেবেই আত্মপ্রকাশ করেছিল সময়ের কণ্ঠস্বর। ২০১৩ সালে যখন এটি যাত্রা শুরু করে, তখন অনলাইন পত্রিকা অনেকটাই নতুন ধারণা ছিল দেশের সাধারণ পাঠকের কাছে। সেই শুরু থেকে সময়ের কণ্ঠস্বর দায়িত্বশীল ও সময়োপযোগী সাংবাদিকতার মাধ্যমে যেমন পাঠকের আস্থা অর্জন করেছে, তেমনি তৈরি করেছে একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে খবরের পাশাপাশি থাকে বিশ্লেষণ, মতামত ও মানসম্পন্ন মাল্টিমিডিয়া কনটেন্ট।গণমাধ্যম শুধু তথ্য দেয় না, এটি একটি জাতিকে চিন্তা করতে শেখায়, প্রশ্ন তুলতে সাহস জোগায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। এ দিক থেকে বিচার করলে, সময়ের কণ্ঠস্বরের ভূমিকাকে শুধু একটি অনলাইন সংবাদ মাধ্যমের সীমানায় আটকে রাখা যায় না। এটি একটি চিন্তাধারার ধারক-বাহক। এক যুগে এর প্রকাশিত হাজারো প্রতিবেদন, অনুসন্ধান, মতামত এবং ভিডিও কনটেন্ট—সবই মিলে গড়ে তুলেছে গণমাধ্যমের দায়িত্বশীলতার একটি জ্বলন্ত উদাহরণ।গণমাধ্যমের স্বাধীনতা আজকের বিশ্বে নানা চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক প্রভাব, বাণিজ্যিক চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং প্রযুক্তিগত বিভ্রান্তির মধ্যে সত্যকে অবিকৃতভাবে উপস্থাপন করা একটি কঠিন কাজ। কিন্তু সময়ের কণ্ঠস্বর এই কঠিন কাজটিই সাহসিকতা ও সততার সঙ্গে করে এসেছে। সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের যে নৈতিক দায়িত্ব একটি গণমাধ্যমের থাকে, সময়ের কণ্ঠস্বর সেটিকে তার সাংবাদিকতার মূল ভিত্তি করে নিয়েছে। সত্যের প্রতি এই দায়বদ্ধতাই সময়ের কণ্ঠস্বরকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।বিশ্ব যখন এক অভূতপূর্ব প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, তখন সাংবাদিকতার ক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন। শুধু টেক্সট রিপোর্ট নয়, বরং ছবি, ভিডিও, ইনফোগ্রাফিক্স, লাইভ রিপোর্টিং—সবকিছুই এখনসংবাদ উপস্থাপনার অবিচ্ছেদ্য অংশ। সময়ের কণ্ঠস্বর খুব শুরুর দিক থেকেই মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব অনুধাবন করে কাজ করেছে। একটি সংবাদকে পাঠক শুধু “পড়েন”না, বরং “দেখেন”, “শোনেন” এবং “অনুভব” করেন—এই বিশ্বাস থেকেই সময়ের কণ্ঠস্বর প্রযুক্তিকে ব্যবহার করেছে তথ্যের গভীরতা ও ভাবনার বিস্তার ঘটানোর জন্য। টেলিভিশনের একমুখী প্রচারের তুলনায় অনলাইন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং আজ অনেক বেশি ইন্টার‍্যাকটিভ ও তাৎক্ষণিক। সময়ের কণ্ঠস্বর তার শক্তিশালী ডিজিটাল উপস্থিতি দিয়ে এই ক্ষেত্রেও একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে।একটি প্রতিষ্ঠানের উন্নতির মূল ভিত্তি তার পাঠক-দর্শক। সময়ের কণ্ঠস্বরও এর ব্যতিক্রম নয়। এক যুগের এই দীর্ঘ পথচলায় যারা এর সঙ্গে ছিলেন, যাঁরা প্রতিদিন সময়ের কণ্ঠস্বর খুলে দেশ-বিদেশের খবর, বিশ্লেষণ, মতামত ও প্রতিবেদন পড়েছেন, শেয়ার করেছেন, মত দিয়েছেন—তাঁদের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। পাঠকের ভালোবাসা এবং আস্থাই সময়ের কণ্ঠস্বরকে তার লক্ষ্যে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে।এই এক যুগের অর্জনকে আমরা একটি সূচনা হিসেবে দেখতে চাই—একটি নতুন যাত্রার, নতুন চ্যালেঞ্জ গ্রহণের। আগামীর বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষাব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, সংস্কৃতি ও নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। সেই চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতি সময়ের কণ্ঠস্বর ইতিমধ্যে নিয়ে ফেলেছে। এক যুগ পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আমাদের প্রত্যাশা, সময়ের কণ্ঠস্বর ভবিষ্যতেও তার নীতিগত দৃঢ়তা, সত্যের প্রতি দায়বদ্ধতা এবং প্রযুক্তির সদ্ব্যবহারে হয়ে উঠবে দেশের অন্যতম অগ্রগামী ও বিশ্বস্ত গণমাধ্যম।পরিশেষে বলতে চাই- শুভ হোক এই যাত্রা, দীপ্ত হোক প্রতিটি উচ্চারণ, সময়ের কণ্ঠস্বর হয়ে উঠুক আগামীর কণ্ঠস্বর।লেখক- মো. রহমত উল্যাহ, ইনচার্জ, মাল্টিমিডিয়া বিভাগ, সময়ের কণ্ঠস্বর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে নিয়ে শ্রীলেখা : পাশে শুয়ে কেউ নাক ডাকবে সহ্য হবে না
বিয়ে নিয়ে শ্রীলেখা : পাশে শুয়ে কেউ নাক ডাকবে সহ্য হবে না

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’— স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা দিবে বাকৃবির নতুন প্ল্যাটফর্ম  
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা দিবে বাকৃবির নতুন প্ল্যাটফর্ম  

আর্থিক সমস্যা, প্রেমে ব্যর্থতা, পরীক্ষার খারাপ ফলাফল, মানসিক স্বাস্থ্য সংকট এবং পার্শ্ববর্তী নানা কারণে শিক্ষার্থীরা মানসিক চাপে ভোগেন। এর ফলে Read more

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এ ঘোষণা অনুযায়ী, Read more

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন