ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে পৃথক পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় মাদক নিয়ে পাচাররত আসামিরা কৌশলগতভাবে পালিয়ে গেছে বলে পুলিশ দাবি করে, অজ্ঞাত একজন রেখে আরো একজনের নাম উল্লেখপূর্বক থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আসামী হলেন উপজেলা পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে মোঃ সাব্বির (২৬)।অপর দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়া কবরস্থানের দক্ষিণ পাশে একটি বাগানে অভিযান চালিয়ে কামালমুড়া এলাকার হেলাল মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, একটি সিএনজি জব্দ এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর