যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের সময়সূচি নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।তিনি বলেন, কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় আছেন। তার সঙ্গে বৈঠকের ব্যাপারে কাজ হচ্ছে। যদি সময়সূচি মিলে যায় তবে বৈঠক হবে। দুই পক্ষের মধ্যে বৈঠকের জন্য সময়সূচি সমন্বয়ের চেষ্টা চলছে।প্রেস সচিব শফিকুল আলম জানান, লন্ডনে পৌঁছানোর পর অধ্যাপক ইউনূস দুপুর ১২টায় ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওউটার ভ্যান ভার্শ এবং সাড়ে ১২টায় স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে পৃথক বৈঠক করেন।তিনি বলেন, আপনারা জানেন, আমরা বাংলাদেশের তৃতীয় টার্মিনাল কার্যকর করার চেষ্টা করছি। তাই সেখানে গ্রাউন্ড সার্ভিস পরিচালনার জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে মেনজিসের সঙ্গে বৈঠক হয়।প্রেস সচিব জানান, এরপর দুপুর ২টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক, আপসানা বেগমসহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজে) সদস্যদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। তবে সে বৈঠকে টিউলিপ সিদ্দিক ছিলেন না। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার কমিশনের অগ্রগতি এবং আসন্ন জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়।গত সোমবার (৯ জুন) চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা। ১০ জুন লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলে যান।এর আগে ৪ জুন পররাষ্ট্র বিভাগের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, লন্ডন সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং কিং চার্লস তৃতীয়ের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।ক্রিকেটবাংলাদেশ-শ্রীলঙ্কা (১ম ওয়ানডে)দুপুর ৩টা, টি স্পোর্টসএজবাস্টন টেস্ট-১ম দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস Read more

দুইভাই একসঙ্গে বোনের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল একজনের
দুইভাই একসঙ্গে বোনের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল একজনের

সাতক্ষীরায় পরিবহণ-মাহেন্দ্রের মুখোমুখী সংঘর্ষে যোতিন্দ্র মুখার্জী নামে একজন নিহত হয়েছে। ওই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন যোতিন্দ্র মুখার্জির ভাই মহেন্দ্র মুখার্জিসহ Read more

নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন
নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন

বাংলাদেশের সীমান্ত রক্ষায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের অংশ হিসেবে ৩৬ জন নারী নবীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন