নিখোঁজের ৫ দিন পর টাঙ্গাইলের ঘাটাইলের জিবিজি সরকারি কলেজের ইউসুফ আলী নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পৌর এলাকার চান্দশী গ্রামের জিবিজি সরকারি কলেজের অর্ধগলিত লাশ পরিত্যক্ত পুকুরের কচুরি পানার নিচ থেকে মঙ্গলবার (১০ জুন) এ অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।তিনি পৌর এলাকার চান্দশী গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পৌর এলাকার চান্দশী গ্রামের জিবিজি সরকারি কলেজের নৈশ প্রহরী ইউসুফ আলী চলতি মাসের ৫ জুন নিখোঁজ হন। পরিবার লোকজন অনেক খোঁজা-খুঁজি করে তাকে পাননি। মঙ্গলবার সকালে কলেজের পরিত্যক্ত পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এলাকাবাসীর সহায়তায় কচুরিপানার নিচ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে। এফএস
Source: সময়ের কন্ঠস্বর