ইউক্রেনে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত দুই জনের প্রাণহানীর খবর সামনে এসছে। এ হামলার পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদেমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি ‘কঠোর ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় ভোরে কিয়েভসহ ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালায় মস্কো। এ হামলায় ৪’শর অধিক ড্রোন এবং ৭টি মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল রুশ বাহিনীর সাম্প্রতিক সময়ের আরেকটি বড় আকারের হামলা। মস্কো শান্তি আলোচনা চাই না উল্লেখ করে ভ্লদেমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোষ্টে বলেন, ‘রাশিয়ার মিসাইল ও শাহেদ ড্রোনের হামলা যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্য দেশগুলোর শান্তি আনয়নের প্রচেষ্টাকে ধ্বংস করছে।বিশ্বের প্রতিক্রিয়া যেন নীরবতা না হয়ে বরং কার্যকর পদক্ষেপ হয়।’যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপই রাশিয়ার এমন কার্যক্রমকে বন্ধ করতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রতিক্রিয়া যেন নীরবতা না হয়ে বরং কার্যকর পদক্ষেপ হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন পদক্ষেপ রাশিয়াকে শান্তি চুক্তিতে বাধ্য করতে পারে। ইউরোপের পক্ষ থেকে এমন পদক্ষেপ, যার বিকল্প শক্তিশালী হওয়া ছাড়া আর কিছু নেই।’জেলেনস্কি জানান, সর্বশেষ এই হামলায় রাশিয়া ৩১৫টি ড্রোন ও সাতটি মিসাইল ব্যবহার করেছে, যার মধ্যে দুটি ছিল উত্তর কোরিয়া নির্মিত। প্রসঙ্গত, গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা করে ইউক্রেন। এ ঘটনার পর থেকেই মস্কো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী রোববার ভোর থেকেই ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা চালানো শুরু করে।সূত্র: আল-জাজিরা আরডি
Source: সময়ের কন্ঠস্বর