বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা পূরণ হয় না, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছেন। কারণ আমরা নির্বাচন চেয়েছি ডিসেম্বরে।’তার কারণ হচ্ছে আমাদের কতগুলো সময় আছে, যে সময়গুলোর মধ্যে নির্বাচন করলে তা সুন্দর হবে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারী থেকে মার্চ পর্যন্ত যাবে রোজা, তার পরেই শুরু হবে পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার সময় নির্বাচন নিয়ে হট্টগোল করা এটা কোনটাই যৌক্তিক না। এজন্যই আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চিন্তা করবেন এবং জনগণের যে দাবি প্রত্যাশা সেটা পূরণ করবেন।সোমবার (৯ জুন) বিকেলে বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।সেলিমা রহমান আরো বলেন, ‘দেশের মূল জায়গাগুলোতে এখনো ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পরিকল্পিতভাবে উঠে আসার চেষ্টা করছে’ বলে মন্তব্য করেন তিনি। ‘তাই বর্তমানে আমাদের দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। আশা করি সামনের দিনগুলোতেও এরকমের ঐক্যবদ্ধ থাকলে এই দেশের মাটিতে তাদের আর জায়গা হবে না।’তিনি আরো বলেন, ‘দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনা থেকে।’বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খানের আয়োজনে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আইনজীবী ফোরামের ১ নং সহ-সম্পাদক ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদসহ মুলাদী-বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক

অমীমাংসিত সমস্যার সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ ও তুরস্ক। সেই লক্ষ্যে Read more

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১ হাজারটা সংস্কার করেও কোনো লাভ হবে না, যদি বাংলাদেশের রাজনৈতিক Read more

দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি
দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন