যখন দেশজুড়ে ফুটবল ঘিরে তুমুল উত্তেজনা, তখন ঈদের ছুটি শেষে নিঃশব্দেই অনুশীলনে ফিরলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ সোমবার (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প।নতুন বোলিং কোচ শন টেইট মিরপুরে প্রথমবারের মতো দলের সঙ্গে কাজ শুরু করেন আজই। তাকে পেসার এবাদত হোসেন, নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে দেখা যায়। পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিলেও, এটি তার প্রথম অনুশীলন সেশন মিরপুরে।আজকের অনুশীলন ছিল লাল বলে। মিরপুরের একাডেমি মাঠে পেসারদের নিয়ে টেস্ট ফরম্যাটের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন কোচ-ক্রিকেটাররা। টেস্ট দল ও ‘এ’ দলের সদস্যদের নিয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার দুটি অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।প্রায় এক মাসের দীর্ঘ সফরে বাংলাদেশ দল আগামী শুক্রবার (১৪ জুন) উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। সফর শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের দুইটি টেস্ট ম্যাচ দিয়ে—১৭ জুন গল ও ২৫ জুন কলম্বোতে মাঠে নামবে টাইগাররা।এরপর ওয়ানডে সিরিজে কলম্বোতে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে হবে ৮ জুলাই পাল্লেকেলেতে। সফরের শেষ অংশে লিটন দাসের নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি হবে ১০ জুলাই পাল্লেকেলেতে এবং পরের দুটি ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোতে অনুষ্ঠিত হবে।আরডি
Source: সময়ের কন্ঠস্বর