ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন নথি শিগগিরই প্রকাশ করা হবে।রবিবার (০৮ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিব বলেন, তেহরানের হাতে এসেছে এক ‘গোপন সম্পদের ভাণ্ডার’, যা দেশের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। তবে তিনি এর পক্ষে কোনো তাৎক্ষণিক প্রমাণ উপস্থাপন করেননি।ইসরায়েল সরকার অবশ্য এই তথাকথিত গোপন নথি ফাঁস হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।দেশটির পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি। কিন্তু ধারণা করা হয়, মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক বোমার অধিকারী দেশ এটি।এদিকে গাজা যুদ্ধ চলাকালে তেহরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়েছে। এই নথিগুলোর সঙ্গে গত বছর একটি ইসরায়েলি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার কোনো সম্পর্ক আছে কি না, তা-ও স্পষ্ট নয়।ইসমাইল খাতিব বলেন, ‘এই গোপন সম্পদের ভাণ্ডার স্থানান্তর করতে সময় লেগেছে এবং এতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই স্থানান্তরের পদ্ধতি গোপনই থাকবে, তবে নথিগুলো শিগগিরই উন্মোচন করা হবে।’তিনি আরও বলেন, ‘হাজার হাজার নথি বলা হলেও তা হবে অবমূল্যায়ন।’রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘নথিগুলোর পরিমাণ এত বেশি এবং এগুলো নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তার কারণে গণমাধ্যমে বিষয়টি নিয়ে এত দিন চুপচাপ থাকা হয়েছে।’ নথিগুলো ইতিমধ্যে ‘নিরাপদ স্থানে’ পৌঁছেছে বলেও জানিয়েছে তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ার উপজেলাস্থ মাতামুহুরি নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী আবদুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) Read more

নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার
নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ Read more

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৫
সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন