প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ। কোরবানির প্রথম দিন শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পশুর লাথি-গুতা ও ধারালো ছুরির আঘাতে আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।আহতদের অনেকেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, কোরবানি দেওয়ার সময় অসাবধানতাবশত ধারালো ছুরির আঘাতে অনেকের হাত-পা কেটে যায়। আহতদের বেশিরভাগই মৌসুমি কসাই, তবে সাধারণ মানুষও রয়েছেন এ তালিকায়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. পূজা মিত্র জানান, ‘এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’উল্লেখ্য, কোরবানির সময় নিরাপত্তাব্যবস্থা ও অভিজ্ঞ কসাইয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা না থাকায় প্রতিবছরই এমন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এনআই
Source: সময়ের কন্ঠস্বর