প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা। আজ শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন হাফেজ মো. ইমতিয়াজ আলী। এতে অংশ নেন কাদেরিয়া চিশতিয়া তরিকার প্রায় একশত মুসল্লি। বিশেষ এই ঈদ উদযাপন ঘিরে দরবার শরীফে বইছে উৎসবের আমেজ। ছোট-বড় সকল বয়সী মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ও বিশ্বাস আজও আগলে রেখেছে দরবার শরীফের অনুসারীরা। তাদের মতে, এটি শুধুমাত্র ঈদের আনন্দ নয়—বরং একটি আধ্যাত্মিক ঐক্য, আত্মত্যাগ ও ভক্তির প্রকাশ। কারো অনুসরণ নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে তারা ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করেন। নামাজ শেষে স্কুল শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকি। এটা শুধু ধর্মীয় উৎসব নয়, আমাদের আত্মিক সম্পর্কের এক মহামিলন। ২০০ শত বছরের বেশি সময় ধরে আমরা চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি। আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে আমরা কোরবানির পশু জবাই করবো।’ মসজিদ ও খানকাহ কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সোহান জানান, ‘দরবার শরীফের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তে আকাশে চাঁদ দেখা গেলেই আমরা ঈদ পালন করি। হানাফি মাযাহাবের নির্দেশ অনুসারে বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। এতে ধর্মীয় অনুশাসন ও ঐতিহ্য দুই-ই বজায় থাকে।’ কমিটির কোষাধ্যক্ষ মো. ফোরকান মৃধা বলেন, ‘আমাদের দরবার শরীফ শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করে থাকি। আমাদের আজ আনন্দের দিন।’ মসজিদের ইমাম হাফেজ মো. ইমতিয়াজ আলী বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই পথে চলছি। মুসল্লিদের অংশগ্রহণ ও আন্তরিকতা আমাদের অনুপ্রেরণা দেয়।’ ঈদের নামাজ শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে কোলাকুলি, মিষ্টি মুখ এবং কোরবানির গরু জবাই করার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে ধীরে কমছে বন্যার পানি, বেড়েছে দুর্ভোগ
সুনামগঞ্জে ধীরে কমছে বন্যার পানি, বেড়েছে দুর্ভোগ

দেশের উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সুরমা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বিপৎসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি Read more

ফুলছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
ফুলছড়িতে  শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০)কে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১৭ মার্চ) Read more

এ বছর শীত কম হবে, নাকি বেশি হবে?
এ বছর শীত কম হবে, নাকি বেশি হবে?

রংপুর বা রাজশাহী বিভাগে আরও আগে থেকে শীতের আমেজ চলছে। উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন