গাইবান্ধার ফুলছড়িতে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০)কে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(১৭ মার্চ) দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বিষা শেখ ওই গ্রামের হোসেন মুন্সির পুত্র। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের বাসিন্দা ও কিসামত ধলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) গল্প শোনানোর কথা বলে কৌশলে ওই শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সুযোগ বুঝে বৃদ্ধ বিষা শেখ মেয়েটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটি তার হাত থেকে মুক্তি পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে বাবামায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ নিজের দোষ স্বীকার করে বলেন, শয়তানের প্ররোচণায় একাজ করেছি। পরে জনতা আটক বৃদ্ধের বিষয়ে ফুলছড়ি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ফুলছড়ি থানার পুলিশ জানায়, ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে।এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনা জানার পর পুলিশ অভিযুক্ত বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। ভিকটিম ও তার পরিবারের লোকজনকে থানায় এসেছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঈদের ছু‌টি শুরু হ‌লেও টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে যান চলাচল স্বাভাবিক। স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে উত্তরব‌ঙ্গের প‌রিবহনগু‌লো। তবে মহাসড়‌কে দা‌য়িত্বরত Read more

ঈদের কেনাকাটাও করেছিলেন সেই চিকিৎসক, কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যু
ঈদের কেনাকাটাও করেছিলেন সেই চিকিৎসক, কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যু

চট্টগ্রামের পশ্চিম ফিরোজশাহ কলোনির গ্রিন টাওয়ারের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন দন্ত চিকিৎসক কোরবান আলী।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন